Subscribe our Channel

মাদকের বিরুদ্ধে, এসো দৌড়াই আলোর পথে

দিনাজপুর জেলা প্রতিনিধি : “মাদকের বিরুদ্ধে, এসো দৌড়াই আলোর পথে” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ২১ কিলোমটিার দীর্ঘ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষসহ ৪৩২জন এ প্রতিযোগিতায় অংশ নেয়।শনিবার (৯ ডিসেম্বর) আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ কিলোমটিার পথ পাড়ি দিয়ে দৌড় শেষ হয় কান্তজিউ মন্দির প্রাঙ্গনে।আয়োজকরা জানান, ১২তম ম্যারাথনের এ আয়োজনে এক ঘণ্টা ১১ মিনিটে ২১ কিলোমিটার পথ দৌড়ে প্রথম হয়েছেন সিলেট বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী আশরাফুল আলম, এক ঘণ্টা ১২ মিনিট ১৪ সেকেন্ড দৌড়ে দ্বিতীয় হয়েছেন কুড়িগ্রামের আমির হোসেন আমু ও এক ঘণ্টা ১৬ মিনিট দুই সেকেন্ড দৌড়ে তৃতীয় হয়েছেন ময়নুল আহম্মেদ।মেয়েদের মধ্যে সাদিয়া (১৬) এক ঘণ্টা ৪৭ মিনিট ২০ সেকেন্ড দৌড়ে প্রথম, সুমাইয়া আক্তার(১৫) দুই ঘণ্টা সাত মিনিট ৪০ সেকেন্ড দৌড়ে দ্বিতীয় এবং ফাতেমা খাতুন ( ১৬) দুই ঘণ্টা ১৬ মিনিট ২০ সেকেন্ড দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।দৌড় প্রতিযোগিতার শুরুতে ৪৩২ জন প্রতিযোগী অংশ নিলেও শেষ পর্যন্ত মন্দির প্রাঙ্গনে পৌছাতে পারেন ২৬৯ জন।

প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার ১০ হাজার টাকা, ২য় সাত হাজার টাকা ও তৃতীয় বিজয়ীকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও এক হাজার টাকা করে শান্তনা পুরষ্কার দেওয়া হয় আরও সাত জনকে।এর আগে সকাল ৬টার দিকে দিনাজপুর ইনষ্টিটিউট থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । এ সময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শহিদুল ইসলাম, ইমরুল হক ইমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *