![সহজ সেবা নিশ্চিতে খোলা আকাশের নিচে সীতাকুণ্ডের এসিল্যান্ড](https://pirganjnewsexpress.com/wp-content/uploads/2023/11/তজহহহ-2-767x385.png)
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি : দালালের দৌরাত্ম্য ও হয়রানি কমাতে খোলা আকাশের নিচে সেবা দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। সপ্তাহের সোম ও বুধবার প্রকাশ্যে সেবা দেন তিনি। আলাউদ্দিন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসিল্যান্ড।সরেজমিনে দেখা গেছে, সাজানো-গোছানো একটি কার্যালয়। মূল ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে টিনের ছাউনি দেওয়া একটি গোলঘর। তার সামনের উঠানে খোলা আকাশের নিচে টেবিল-চেয়ার নিয়ে বসে আছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। সেবাপ্রার্থীরা প্রথমেই তার কাছে চলে যাচ্ছেন। এরপর হচ্ছে নামজারি কিংবা মিছ মামলার শুনানি। সমস্যা শুনে বিচার-বিশ্লেষণপূর্বক তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন এসিল্যান্ড। অথবা সোজা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর কাছে পাঠিয়ে দিচ্ছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সবদের হোসেন, কানুনগো সুব্রত দেওয়ান, সার্ভেয়ার মো. নেজাম উদ্দিন, মো. কামরুল ইসলাম ও মো. সজীব হোসেন প্রমুখ।গত ২ সেপ্টেম্বর আলাউদ্দিন সীতাকুণ্ডের সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি সীতাকুণ্ডের সব সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত, অর্পিত, পরিত্যক্ত, সিকস্তি, সায়রাত মহাল সংস্থার জমিগুলোকে চিহ্নিত করতে স্মার্ট ল্যাণ্ড চালু করেছেন। যেই ডাটাবেসে সব মৌজার সরকারি সম্পত্তি, এনিমি সম্পত্তি দেখা যাবে। এমনকি কোনো সরকারি সম্পত্তির দখলদার কে তাও চিহ্নিত করা যাবে।
এরমধ্য দিয়ে দখলদারদের তালিকাও হয়ে যাবে। ওঠে আসবে নদী, নালা, খাল ও সরকারি রাস্তার জায়গা দখলকারীদের চিত্রও।এছাড়াও ভূমি অফিসে ডিজিটাল রেকর্ডরুম চালু, স্মার্ট ভূমি ম্যাপ, বিএস, আরএস মৌজা ম্যাপ ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছেন তিনি। যা হলে ফাইল গায়েবের ঘটনা শূন্যের কৌটায় নেমে আসবে। একই সঙ্গে স্মার্ট ভূমি ম্যাপের মাধ্যমে অফিসে বসেই জমির অবস্থান, অবস্থা, পরিমাণসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।এসিল্যান্ড আলাউদ্দিন সব তহসিলে অস্থায়ী জনবল নিয়োগের মাধ্যমে উপজেলার ভূমি সেবা আধুনিকায়ন করার যে সরকারি উদ্যোগ সেটিকে এগিয়ে নিচ্ছেন বেশ জোরেশোরে। তিনি এর আগে চট্টগ্রামের বোয়ালখালীর সহকারী কমিশনার ভূমি ছিলেন। ২০২২ সালের ৭ আগস্ট তিনি সেখানে যোগদান করেন। সেখানেও ডিজিটাল রেকর্ডরুমসহ নানা জনবান্ধব উদ্যোগের মাধ্যমে প্রশংসিত হয়েছেন।এ বিষয়ে আলাউদ্দিন বলেন, হয়রানিমুক্ত সেবা দিতে ভূমি সেবাকে সহজিকরণ করাই আমার লক্ষ্য। বর্তমানে ২৮ দিনে ভূমির নামজারি করে দেওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট সময়ে প্রস্তাব, সার্ভে ইত্যাদি করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। যে কোন সমস্যায় সেবাপ্রার্থীরা যেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।