Subscribe our Channel

পঞ্চগড়ের অভয় আশ্রম যেন দেশীয় মাছের প্রধান আশ্রয়

পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড়ের নদ-নদী থেকে যেসব মাছ বিলুপ্তি হয়ে গিয়েছিল তা আবার ফিরে আসছে অভয় আশ্রমের মাধ্যমে বললেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ফজল ইবনে কাওছার আলী। তিনি বলেন পঞ্চগড় সদর উপজেলায় ক্লাইলামাড স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার মেনেজমেন্ট প্রোজেক্ট এর আওতায় প্রায় চারটি অভয় আশ্রম রয়েছে একটি সালসিড়ি নদী, আরেকটি নল কুড়া নদী, আরেকটি তালমা নদী, আরো একটি নতুন করে অভয় আশ্রম দেয়া হয়েছে জিয়া বাড়ি নদীতে।

এসব অভয় আশ্রমে দেখা মিলেছে বিলুপ্তি হয়ে যাওয়া দেশীয় মাছ। এই মৎস্য কর্মকর্তা বলেন গত একমাস পূর্বে ফুলতলা অভয় আশ্রম নদীতে দেখা মিলেছে বাঘাইর মাছ, উড়িয়া টেংনা, পিটালি, কাউয়া টেংনা বৌ রানী মাছ সহ নানা প্রজাতির দেশীয় মাছ। এসব নদীতে যদি ঘন ঘন মাছ সংগ্রহের জন্য অভয় আশ্রম দেয়া যায় তাহলে আমরা আবার ফিরে পাবো সব ধরনের পুষ্টিকর সুস্বাদু দেশীয় মাছ। মৎস্য কর্মকর্তা আরো বলেন এসব অভয় আশ্রমের মাছ সংরক্ষণ রাখার জন্য প্রতিটি অভয় আশ্রমে সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে যাতে করে রাতের আঁধারে কেউ মাছ ধরতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *