মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: ভারতের মহারাস্ট্রে হিন্দু পন্ডিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা ও বিজেপি বিধায়ক নিতেশ রানে সেই অবমাননাকে সমর্থন করায় তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(২৭ সেপ্টেম্বর) শুক্রবার তৌহীদি জনতার ব্যানারে জুম্মার নামাজের পরে স্থানীয় নিমতলা মোড় থেকে স্থানীয় মুসল্লীদের অংশগ্রহনে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পুনোরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে স্থানীয় মুসল্লীরা হিন্দু পন্ডিত রামগিরি মহারাজ ও বিজেপি‘র বিধায়ক নিতেশ রানের মৃত্যুদন্ড দাবি করেন বক্তব্য রাখেন ।