Subscribe our Channel

নাশকতা – সহিংসতার ঘটনায় জড়িত সারাদেশে ৭২১ জন আসামি গ্রেফতার

শনিবার গ্রেফতার তিন আসামি

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।গত ২৮ অক্টোবর থেকে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।র‌্যাব জানায়, শনিবার রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির সক্রিয় সদস্য আরমান এবং চকবাজার এলাকা থেকে লালবাগ থানা ছাত্রদলের সক্রিয় সদস্য রাব্বি হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।র‌্যাবের সহকারী পরিচালক ইমরান খান বলেন, গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতা সহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৭২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *