ছবি: সংগৃহীত
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁওয়ে ডিভাইস ও প্রশ্নপত্রসহ ৭ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩ বিভাগে পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৩ অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষা হয়।এদিন রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের যেসব জেলায় পরীক্ষা হয়েছে, সেগুলো হলো- রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় ওই দিন একযোগে পরীক্ষা হয়। এই পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।
এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে দেয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেয়া হবে।