Subscribe our Channel

২৮ অক্টোবরের পর থেকে মামলা ১৩১ জন ও গ্রেফতার ১৮১৩ জন

নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর বিএনপি ডাকা মহাসমাবেশের দিন আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় রাজধানীতে ১৩১টি মামলা হয়েছে। এতে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৮১৩ জনকে।শনিবার (১১ নভেম্বর) এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি।তিনি জানান, গত ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৭৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন,   ৩  নভেম্বর    ৫৮   জন,   ৪  নভেম্বর    ৩৭   জন ,    ৫    নভেম্বর    ৫২   জন,  ৬  নভেম্বর ৮২ জন,  ৭   নভেম্বর    ৬০  জন,   ৮   নভেম্বর   ৪১   জন,  ৯    নভেম্বর   ৩৭  জন,১০ নভেম্বর ৩৯ জন।এর মধ্যে ডিএমপির মিরপুর বিভাগের ৩৯২ জন, লালবাগ বিভাগে ৩৩২ জন, ওয়ারী বিভাগে ৩৩৪ জনকে গ্রেফতার করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *