ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার উত্তম কুমার প্রসাদ পাঠক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার জয় বাংলা মোড় রেল স্টেশন সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। পুলিশ আরো জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন দোলনচাপা একপ্রেস ট্রেনে ১০হাজার পিস ইয়াবা বহন করে পীরগঞ্জ রেল স্টেশনে নেমে ইমাম উদ্দিনকে হস্তান্তর করার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলামসহ একটি দল।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন, ১০ হাজার পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।