Subscribe our Channel

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:  “ নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা(অ:দা:) মোঃ আব্দুল্লাহ আল ইমরান তার বিস্তারিত বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ। মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত। দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পুরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহনের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ।

তিনি বলেন, বিপন্নপ্রায় মাছের প্রজাতির সংরক্ষণ, অবাধ প্রজনন ও বংশবৃদ্ধির মাধ্যমে সার্বিক মাছের উৎপাদন বৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে বিলুপ্তপ্রায় এবং বিপন্ন ও দুর্লভ প্রজাতির মাছ তাৎপর্যপুর্ণ পুনরাবির্ভাব ও প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপি সকল কর্মসুচি বাস্তবায়নে সংবাদকর্মীগণের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম স্বাধীনতা যুদ্ধে তাঁর জীবনের লোমহর্ষক একটি স্মরনীয় ঘটনার বর্ণনা উপস্থাপনের মাধ্যমে সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *