মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জে ৪দিন নিখোঁজ থাকার পর এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার হয়েছে। ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না জানান, ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. পগরু ইসলামের ছেলে মো. সোহাগ ইসলাম (৭) গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়। সোহাগের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন। পরে (২৬ জুলাই) রোববার সকালে বাড়ির পাশে একটি খাল থেকে শিশুটির লাশটি উদ্ধার হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান সত্যতা নিশ্চিত করছেন।