মোঃ তোতা মিয়া :
রসুন চাষ করে সফলতার মুখ
রসুন একটি লাভজনক ফসল পঞ্চগড় সদর উপজেলারগরিনাবাড়ী ইউনিয়নের সাদর পাড়া গ্রামের মোঃ আমির হোসেন জানান গত বছর আমি এক একর রসুন বীজ চাষ করেছিলাম। রসুন বীজের ফলন ভালো হওয়ায়, পঞ্চগড় কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ অনুযায়ী।
এবার আমি রসুন খেতে দেখভাল করেছি এ বিষয়ে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ আলম,জানান এবার পঞ্চগড় জেলায় প্রায় ৮৪৫ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। রসুনের বাম্পার ফলনও হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সাদর পাড়া গ্রামের রসুন চাষি মোঃ আমির হোসেন রসুনের বাম্পার ফলন হওয়ায় এবার দুই একর জমিতে রসুন বীজ চাষ করেছেন। পঞ্চগড় কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ দেয়া হয়েছে।
এখন এলাকায় আমির হোসেন-এর দেখা দেখি অন্য চাষীরাও রসুন বীজ চাষে আগ্রহ হতে দেখা গেছে । এবার ওয়েদার অনুকূলে থাকার কারণে রসুন চাষে তেমন কোন ব্যাঘাত ঘটে নাই।