রাণীশংকৈল অল্প সময়ে নির্বাহী কর্মকর্তার শত তম হুইলচেয়ার বিতরণ
মুখে হাসি ফুটেছে অনেকেরই
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
একটি, দুইটি করে এভাবে প্রায় প্রতিদিন অসহায় প্রতিবন্ধী হাটাচলা করতে অক্ষম ব্যক্তিদের উপজেলার বিভিন্ন গ্রামে ও বাড়িতে বাড়িতে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে এক শ টি হুইল চেয়ার বিতরণ সম্পন্ন এবং এই সহযোগিতা চলবে চলমান এই বিরল দৃষ্টান্ত গড়েছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির আর এই মানবিক কাজটি করতে তাকে সর্বোচ্চ সহযৌগিতা করেছেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ তাদের মধ্যে রয়েছে সহকারী ভুমি কমিশনার, বরেন্দ্র অফিসার,ভুমি উপসহকারী কর্মকর্তা,সংবাদ কর্মী সহ বিভিন্ন ছাত্রছাত্রীরা।
আর অসহায় প্রতিবন্ধীদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংবাদকর্মী স্বেচ্ছাসেবক সংগঠন সহ আরো অনেকে খবর পেয়েই সাথে সাথে উপজেলা নির্বাহি অফিসার এগুলোকে সঠিকভাবে যাচাই-বাছাই করে যারা পাওয়ার যোগ্য তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন আর এভাবেই তিনি হয়ে উঠেন একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে, যিনউপজেলার প্রতিটি মানুষের মাঝে একজন মানবিক নির্বাহী অফিসার হিসাবেই পরিচিত।
১৩ মার্চ রবিবার হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও, হোসেনগাঁও গ্রামে তিনটি হুইলচেয়ার বিতরণের মাধ্যমে এক শ জন অসহায় ব্যক্তি এই মানবিক সহায়তা পেয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
অনেক পরিবারের এই সহায়তা পাওয়ার কথা ব্যত্ত করেন সংবাদ কর্মীদের কাছে তারা বলেন হাটাচলা করতে না পেরে অনেক বয়স্ক,প্রতিবন্ধি,চলতে অক্ষম ব্যক্তিরা বাড়িতে একঘেয়েমি হয়ে মানসিক ভাবে জীবন যাপন করছিলেন, তারা এই হুইলচেয়ার টি পেয়ে তাদের মুখে ফুটেছে এক ঝলক আনন্দের হাসি তাই কিছুটা হলেও স্বস্তি চলাচল করতে পারবেন অসহায় ব্যক্তিরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের বলেন,আমরা উপজেলা প্রশাসন সবসময়ই অসহায় অসচ্ছল ও অক্ষম ব্যক্তিদের পাশে আছি এবং এই সহযোগিতা আমাদের সব সময় চলমান থাকবে ইনশাল্লাহ।
আমরা চাই এই উপজেলার প্রতিটি হাটাচলা করতে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার দিয়ে একটু সহযোগিতা করতে।