নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়।।
পঞ্চগড় জেলার বেংহারী ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত আব্দুল মান্নান এর পুত্র মো. আকবর আলী, এখন বাগান করে স্বপ্ন বাস্তবায়ন করেছেন । কৃষি কাজের পাশাপাশি নিজের জমিতে রোপণ করেন বোম্বাই লিচু, চায়না থ্রি দেশি মোজাফর ও লটকন আম লেবু সহ নানা রকম ফল।
তিনি প্রায় ২০ শতাংশ জমিতে ফল বাগান করে বছরে আয় করেন ৫ লাখ টাকার মত শ্রমিকের কোন মজুরিও দিতে হয় না। বাড়ির পাশের বাগান নিজেই দেখাশোনা করেন। আকবর আলী, নানা ব্যবসা পরিচালনা করে এখন গ্রাম বাসীদের কাছে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন আকবর আলী, তার এই বাগান দেখার জন্য অনেকেই ছুটে আসেন। বাগানটি ফুলতলা বাজার থেকে মাইল দেড়েক পূর্বপাশের যেতে হয়।
অনেকেই বাগানটির ছবি দিয়ে মডেল করে থাকেন।চাকচিক্য আর প্রকৃতির বৈশিষ্ট্যের সমাহার ঘটেছে আকবর আলীর বাগানে। বাগানটি দেখে অনেক নতুন ফল চাষীরা উদ্যোগ নিয়েছেন তারাও এরকম শখের বাগান তৈরি করবেন।