Subscribe our Channel

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে খেলা করার সময় পুকুরে পড়ে মিরাজ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২১ জুলাই/২০২০ মঙ্গলবার বেলা ১১টায় শালাবহান ইউনিয়নের খেরকীডাঙ্গী এলাকায় উক্ত ঘটনাটি ঘটে। শিশু মিরাজ ওই এলাকার ডাবলু রহমানের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, মিরাজ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক সময় সবার অগোচরে বাড়ির পুকুরের পাশে যায়। কোনো এক ভাবে পুকুরের পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে মিরাজের মরদেহ ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় মিরাজকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি খেলা করার সময় বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *