Subscribe our Channel

 গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে টরন্টোতে সমাবেশ

টরন্টোতে শহীদ মিনারে ’৭১ এর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবীতে সমাবেশ

আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি : কানাডায় ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত নারকীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সমাবেশ ও প্রদীপ মিছিল হয়েছে।স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) বিকেলে টরন্টোর ৩,০০০ ড্যানফোর্থ এভিনিউয়ে টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে এ সমাবেশ করা হয়।ড্যানফোর্থ এভিনিউয়ের ঘরোয়া রেস্টুরেন্টের সামনে বিপুলসংখ্যক মানুষ এ গণহত্যার স্বীকৃতির দাবি সংবলিত ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন।সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আলোচনা হতে যাচ্ছে।

সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে এ আলোচনা হবে।জাতিসংঘ মানবাধিকার পরিষদের এ আলোচনা যাতে ফলপ্রসূ হয় ও যেসব সংগঠনের প্রচেষ্টায় গণহত্যার বিষয়টি জাতিসংঘের আলোচনার এজেন্ডা হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে, সেসব সংগঠনের সঙ্গে সংহতি প্রকাশের লক্ষ্যে টরন্টোতে এ সমাবেশ করা হয়।নেদারল্যান্ডস ভিত্তিক বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বিএএসইউজি), ‘আমরা একাত্তর’ ও ‘প্রজন্ম ৭১’-এর যৌথ আহ্বানে সাড়া দিয়ে আজ বিকেল ৩টায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে বিষয়টি ৩ নম্বর আলোচ্যসূচি হিসেবে নির্ধারিত হয়েছে।জাতিসংঘ মানবাধিকার পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে ইতিহাসের নৃশংসতম গণহত্যা ও জেনোসাইডের ভিডিও ফুটেজ, ফটোগ্রাফ, ছবি, দলিলপত্র ও তথ্য-উপাত্ত।টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন- প্রতিথযশা কবি আসাদ চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী কন্যা দ্যুতি অরনি, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক ইনিশিয়েটিভ (পিডিআই) কানাডার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গফফার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ফায়জুল করিম, ‘নতুন দেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এবং ও ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা ছাড়াও এ সমাবেশে ইন্টারন্যাশন্যাল ক্রাইম স্ট্রাটেজি ফোরাম, ছায়ানট, নাট্যসংস্থা কানাডা, ম্যাক এন্টারটেইনমেন্ট, কানাডা বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, অন্যমেলা টরন্টো, সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ ও প্রজন্ম ৭১ এর প্রতিনিধিরা অংশ নেন।সমাবেশ শেষে উপস্থিত সবাই রবীন্দ্র সংগীত শিল্প নবিউল হক বাবলুর সঙ্গে ‘আগুনের পরশমণি’ গান গাইতে গাইতে ডেন্টোনিয়া পার্কে অবস্থিত শহীদ মিনারে গিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

সেখানে ’৭১ এর গণহত্যার স্বীকৃতির দাবি জানিয়ে সমাপনী বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের প্রাক্তন এজিএস নাসির উদ দুজা।তিনি ঘোষণা দেন ’৭১ এর গণহত্যা জাতিসংঘের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত টরন্টোতে ধারাবাহিকভাবে সমাবেশ ও আলোচনা সভা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মহৎ এ উদ্যোগের সঙ্গে থাকার জন্য আহ্বান জানান।সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *