Subscribe our Channel

করোনার মধ্যেই লন্ডনে পাড়ি দিলেন সোনম

করোনা মহামারির মধ্যে লন্ডনে পাড়ি অভিনেত্রী বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

ভ্রমণের সময় ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একাধিক স্টোরি পোস্ট করেন সোনম। পাশাপাশি বিমানে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘লন্ডন, আমি ফিরছি। খুব সুন্দর।’

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরু হওয়ার আগে লন্ডন থেকে দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন সোনম ও তার স্বামী আনন্দ আহুজা। গত ৯ জুন সোনমের জন্মদিনের আগের দিন মুম্বাইয়ে যান। এরপর থেকে এই অভিনেত্রীর পরিবারের সঙ্গে সেখানেই ছিলেন তারা।

ভারতে ফেরার ব্যাপারে সোনম বলেন, ‘আমরা নিষেধাজ্ঞার আগেই ভারতে ফিরেছি কারণ আমার বাবার বয়স ৬৩। তিনি এটি বলতে অপছন্দ করেন কিন্তু তার বয়স ৬৩। আমার মায়ের বয়সও ৬৩। আমরা সবাই আনন্দের দাদির সঙ্গে ছিলাম, যার বয়স আশির কাছাকাছি। কোনো সমস্যা হলে দেখভাল করবে এমন কেউ-ই আমার স্বামীর বাড়িতে নেই। তাই আমি ও আনন্দ ভারতে ফেরাটা আমাদের কর্তব্য মনে করেছি। যদিও বিমানে ভ্রমণ করতে আমাদের অনেক ভয় করেছে।’

সোনম কাপুর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য জয়া ফ্যাক্টর’। গত বছর মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেন মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *