Subscribe our Channel

উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ এর মৃত্যুতে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের শোক প্রকাশ

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সামাদ (পান্না) ইন্তেকাল করেছেন (ইন্না…………….রাজিউন ৷

সোমবার ২৭ জুলাই সকাল ১১ টায় পারুয়া গ্রামের নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন।

মরহুম আবদুস সামাদ (পান্না) ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের প্রথম ভাইস-চেয়ারম্যান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চারণ সাংস্কৃতিক গোষ্ঠির পরিচালক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা ও দাফন কাজ আগামীকাল ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী শোক প্রকাশ করে বলেন, বালিয়াডাঙ্গী আজ একজন গুণী মানুষকে হারাল, তার জায়গা এত সহজে পূরণ হবার নয় ৷

তারা আরো বলেন, তিনি বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন তাই বালিয়াডাঙ্গী প্রেসক্লাব তার প্রতি চিরকৃতজ্ঞ ৷ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন ৷

এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *