আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার ( ২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর পুকুর ও থানা চত্বর পুকুরে পৃথক পৃথকভাবে ৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। মাছের পোনা অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার মোঃ শামসুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম. শফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ওসি(তদন্ত) জয়ন্ত কুমার সাহা, এসআই রাশেদুজ্জামান, থানার অন্যান্য পুলিশ সদস্য, মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।