
নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়া হয়। টানা ২০ দিন পর লোডশেডিংয়ের শিডিউল দিলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।শিডিউলে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কখন কোথায় লোডশেডিং হবে তা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে সবশেষ ৭ সেপ্টেম্বর লোডশেডিংয়ের শিডিউল দিয়েছিল ডিপিডিসি। এর পর ৮ সেপ্টেম্বর থেকে টানা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনো লোডশেডিং দেয়নি ডিপিডিসি।
ডিপিডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোডশেডিং কম/বেশি হতে পারে বিধায় হালনাগাদর তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ