Subscribe our Channel

সৌদি এবার পুরাতন সীমান্তে ফিলিস্তিন রাষ্ট্রটি চাইলেন

আন্তর্জাতিক ডেক্স :  দেশটির  সৌদি আরব ১৯৬৭ সালের ৬ ধরে যুদ্ধের আগে তাদের  নির্ধারিত সীমানাতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রটি চেয়েছেন । সৌদির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান গতকাল আরব লিগে একটি বৈঠকে তাদের এই অবস্থানটির কথা জানালেন ।

আরো জানালেন,   আগেই জেরুজালেমে ফিলিস্তিনির রাষ্ট্রের রাজধানী হওয়া দরকার ছিল। এ সময় ফিলিস্তিনিদের সাথে আছে সৌদি আরব।
সুতরাং কোন্দলের সঠিক সমাধানে পৌঁছানোর জন্য সjল ধরনের চেষ্টা সৌদি আরবের সমর্থন  আছে । জানালেন যুবরাজ ফারহান।

সূত্র: আরব নিউজ, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *