
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে র্দুঘটনায় আহত তৃতীয় বন্ধু মারা গেছেন। গত সোমবার দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
উল্লেখ্য গত ২৯ জুলাই তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি গ্রামের ওই তিন বন্ধু হারুন মিয়া (১৮), মনিরুল ইসলাম (১৬) ও বেলাল হোসেন(১৬) তিনজনই বাড়ি থেকে ঘোরার উদ্দেশ্যে বের হন। বিভিন্নস্থানে ঘোরা শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে ওই দিন দুপুর ১২টার দিকে মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাজী ফার্মের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেন।
এতে ঘটনা স্থলে হারুন মিয়া ও পরে হাসপাতালে মনিরুল ইসলাম মারা যায়। গত সোমবার দিবাগত রাতে তৃতীয় বন্ধু বেলাল হোসেনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইকরচালী ইউনিয়নের ইউপি সদস্য সাবেদুল ইসলাম।