
নিজস্ব প্রতিবেদক : শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে, জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণার্থে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিমানবন্দর থানার আওয়ামী লীগ।
গতকাল ২৮ আগস্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনেএ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ঢাকার বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভাতে বক্তব্য রাখলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচিসহ স্থানীয় নেতকর্মীরা ।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে বিশেষ করে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা , দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করে দোয়া করা হয়েছে।