Subscribe our Channel

শেরপুরে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি(শেরপুর) : শেরপুরে ওসমান গণি (৮) নামে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে শহরের চকপাঠক বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওসমান গণি ওই এলাকার মেহেদী হাসান প্রিন্সের ছেলে। সে শহরের নাগপাড়া এলাকার মারকাজুল কোরআন হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।স্বজনদের অভিযোগ, ওসমান গণিকে পরিকল্পিতভাবে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখেন তার বাবা ও সৎমা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান প্রিন্স ও মারিয়া ইয়াসমিনের সন্তান ওসমান গণি। ওসমান গণির বয়স যখন সাড়ে তিন বছর, পারিবারিক কলহের কারণে মারিয়া ইয়াসমিনের সঙ্গে ওসমানের বিবাহবিচ্ছেদ হয়। পরে দুজনই আলাদাভাবে সংসার শুরু করেন। বিচ্ছেদের পর ছেলে ওসমান গণিকে প্রিন্সের কাছে লালন পালনের দায়িত্ব দেন মারিয়া ইয়াসমিন।তিন বছর আগে প্রিন্স দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে সৎমা ও বাবার কাছেই থাকতো ওসমান গণি।

মাঝেমধ্যে দেখতে আসতেন মা মারিয়া। এদিকে শহরের নাগপাড়া মারকাজুল কোরআন হাফেজিয়া মাদরাসায় ভর্তি করানো হয় ওসমান গণিকে। গত সপ্তাহে প্রিন্সের বাবা স্ট্রোক করে মারা গেলে মাদরাসা থেকে ওসমান গণিকে বাড়িতে নিয়ে আসেন প্রিন্স। শনিবার দুপুরে ওসমান গণি ঘরের দরজা বন্ধ করে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে ডাকতে যান। এসময় কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন সে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসমান গণির মা মারিয়া ইয়াসমিন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, আমি এর বিচার চাই।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

তারা জানান, ওসমান গণি সবসময় আদরে থাকতো। আজ দুপুরে ঘরের দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *