
পঞ্চগড় প্রতিনিধি :সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর তাই দুর্নীতি করে কেউ পার পাবে না।ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় তেতুলিয়া উপজেলার পোলট্রি ফার্ম লেবার ইউনিয়ন ( রেজিঃ নং- রাজ – ২৮৫৯) এর অভিযোগ, পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার পোলট্রি ফার্ম শ্রমিক ইউনিয়েন ( রেজিঃ নং- রাজ-২৯০৭), কর্তৃক তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়া পাড়া কাজি ফার্ম সেলস সেন্টারের সামনে অবৈধভাবে সাইন বোর্ড উত্তোলন করে লোড-আনলোড করছে। শ্রম জিবিআইনে যা সম্পূর্ণ অবৈধ, জোরপূর্বক ভাবে (২৯০৭), এর সভাপতি সাধারণ সম্পাদক, এই লোড-আনলোড করতে গেলে।
( রেজি নং রাজ- ২৮৫৯), বাধা দিলে পোলট্রি কর্তৃক উভয়ের লোড-আনলোড কাজ বন্ধ করে দিয়ে, বর্তমানে নিজেরাই লোড-আনলোড কাজ করছেন। এ বিষয়টিকে সঠিক পরিচালনা সমাধান করার জন্য, ( রেজি নং রাজ – ২৮৫৯), শ্রমিক কর্তৃক পঞ্চগড় জেলা উপজেলার সকল প্রশাসনিক দপ্তরে লিখিত একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ রয়েছে যে, বাংলাদেশ শ্রম জিবিআই এর বাইরে যারা অবৈধভাবে সাইনবোর্ড ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।
এছাড়াও বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘদিন এখানকার শ্রমজীবীরা বেকার হয়ে পড়েছে। তাই দ্রুত সু ব্যবস্থা গ্রহণের জন্য ( রেজি নং রাজ ২৮৫৯) সংগঠনের সকল শ্রমিক পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান, পঞ্চগড় জেলা প্রশাসক,পঞ্চগড় পুলিশ সুপার, চেয়ারম্যান তেতুঁলিয়ায় উপজেলা পরিষদ,তেঁতুলিয়া উপজেলা নির্বাহি অফিসার, তেতুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, চেয়ারম্যান ৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ,তেতুলিয়া জেনারেল ম্যানেজার কাজী ফার্ম লিমিটেড,সভাপতি সাধারণ সম্পাদক, পঞ্চগড় তেতুলিয়া উপজেলা পোলট্টি ফার্ম, লেবার ইউনিয়ন (রেজি নং রাজ ২৮৫৯),
এ বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য অভিযোগ করেছেন বিষয়টি দ্রুত সমাধানের জন্য। কারণ তাদের বেকারত্ব জন্য সংসারে অভাব-অনটনের লেগে আছে।