
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সাভারে বসবাসরত র্যাব- ম্যাজিস্ট্রেট- দুদক কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। মো. হারুন অর রশিদ (২৫)। তার গ্রামের বাড়ি নাটোর জেলাতে।
এমনকি গ্রেফতারকৃত ব্যক্তিটির সাথে থাকা দুদকের ভুয়া আইডি কার্ড, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুটি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২ কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট এবং ৩টি মোবাইল ফোন পাওয়া যায়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানালেন, গ্রেফতারকৃত ব্যক্তিটি কয়েক বছর ধরিই সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকাতে নিজেকে র্যাব- ম্যাজিস্ট্রেট- দুদক কর্মকর্তা পরিচয় দিতেন। কথাগওলো না বললেই নয়, মানুষকে ভয় এবং সরকারি চাকুরি দেয়ার নামে অনেকের কাছে বহু টাকা হাতিয়ে নেয় তিনি ।
জিয়াউর রহমান চৌধুরী পীরগঞ্জ নিউজকে জানালেন, গ্রেফতারকৃত হারুন অর রশিদ লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলাটির পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে ।।