
মোঃ আল ফয়সাল অনিক, রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নরে তিনটি ওয়ার্ড চামেশ্বরী, কিসামত চামেশ্বরী, মলানখুড়ী মিলে নতুন ইউনিয়ন সেনুয়া এর প্রস্তাবনায় গন শুনানি অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪নং বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম , ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যাট আব্দুল্লাহ আল নোমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম, রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র সেন, ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল সহ বড়গাঁও ইউনিয়নের জনসাধারন। উল্লেখ্য,গণশুনানিতে বড়গাঁও ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের লিখিত ভাবে মতামত গ্রহণ করা হয়।