
মোঃ আল ফয়সাল অনিক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রুহিয়ায় ২২নং সেনুয়া ইউনিয়ন নামে নতুন একটি ইউনিয়নের আতœপ্রকাশ ঘটেছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়ন বিভক্ত সেনুয়া ইউনিয়ন গঠনের প্রস্তাব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ( ইউনিয়ন পরিষদ-১ শাখা)কর্তৃক গত ৫ নভেম্বর ইস্যুকৃত ১১৯৫ স্মারক পত্র মোতাবেক সেনুয়াকে অনুমোদন করা হয়েছে।
উক্ত স্মারক পত্রের মধ্য দিয়ে ২২তম ইউনিয়ন হিসেবে সেনুয়া ইউনিয়ন আত্মপ্রকাশ করলো। তবে খুব শীঘ্রই ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম সেলিম আনুষ্ঠানিক ভাবে ২২তম ইউনিয়ন হিসেবে সেনুয়া ঘোষণা করবেন। এদিকে সেনুয়া নতুন ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করায় স্থানীয় প্রশাসনকে ও সরকারকে ধন্যবাদ জানান, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু প্রমূখ।