
নাজমুল হোসেন, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড -১৯ এর টিকা এসে পৌঁছেছে( ৪ জানুয়ারি) বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচ টায়। এসময় টিকা বুঝে নেন রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকারনাইন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার ফিরোজ আলম, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাংবাদিক আশরাফুল আলম সহ স্থানীয় সাংবাদিক গণ।
এসময় সাংবাদিকদের এক সাক্ষাৎকারে উপজেলা নির্বাহি অফিসার বলেন এখানে ৭ হাজার ডোজ কোভিড-১৯ এর ভ্যাকসিন আছে।প্রথম ডোজ হিসাবে দেওয়া হবে সাড়ে তিন হাজার ব্যক্তিকে যারা প্রথম ডোজ ভ্যাকসিন পাবেন তাদের কে আবার ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিতে হবে।