Subscribe our Channel

রানীশংকৈলে ৩ ইউপির প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২২ জুলাই শুক্রবার বিকাল পাঁচ টায় উপজেলা হল রুমে ৩ইউপির সকল চেয়ারম্যান সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে জেলা নির্বাচন অফিস ও জেলা পুলিশ সুপার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বর্মন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও, শফিকুল ইসলাম জেলা নির্বাচন অফিসার,রানীশংকৈল সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন,সহকারী ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল, উপজেলা নির্বাচন অফিসার নুর ই আলম,সহ তিন ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য গন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদ কর্মীগণ। এসময় পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন,নির্বাচন সম্পন্ন ভাবে সুষ্ঠ হবে এতে কোন প্রকার আপনারা বিভ্রান্তি হবেন না। আপনারা যদি ভোট সেন্টারে কোন ভাবে বিশৃঙ্খলা করেন তবে আপনাদের আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনারা অতীতেও দেখেছেন যারা এভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। এবং তাদেরকে আমি জেল হাজতে ঢুকিয়ে ছাড়বো পুলিশ বাহীনি সহ অন্যান্য বাহীনির উপর হামলার অপরাধে।জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট হবে এবং আগামী ২৪ থেকে ২৫ জুলাই সকলের মাঝে রিহার্সেল হিসাবে দেখানো হবে।সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে ভোট দিতে হয় ইভিএমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *