
নাজমুল হোসেন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে তৃতীয় পৌরসভার নির্বাচন চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন গত ৩ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন। সে হিসেবে উপজেলা নির্বাচন অফিস মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন ৪ জানুয়ারি থেকে।আর ১৭ ই জানুয়ারি ছিল মনোনয়ন জমাদানের শেষ দিন এ দিন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১২ জন মেয়র প্রার্থী ৩৩ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। প্রার্থিতার যাচাই-বাছাই হয় ১৯ জানুয়ারি এদিন যাচাই বাছাই শেষে সকলের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন উপজেলা রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার। আর প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ শে জানুয়ারি এদিন কোন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার না করে ১২ জনেই প্রার্থীতা বহাল রাখে। কিন্তু ৬নং ওয়ার্ডের ফুজলুর রহামান নামে ১ জন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেন এখন নির্বাচনে লরবেন ৩২ জন । আর এতে আওয়ামী লীগের ৭জন বিদ্রোহী প্রার্থী, বিএনপির ১জন বিদ্রোহী প্রার্থী সহ ১জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে স্বকীয় আছেন। আর ২৭ জানুয়ারি ৮ জন বিদ্রোহী প্রার্থী ও ১জন স্বতন্ত্র প্রার্থীকে তাদের নিজ নিজ নির্বাচনী প্রতিক লটারীর মাধ্যমে তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।
১২ জন মেয়র প্রার্থীর নাম ও নামের পাশে প্রতিক
মোস্তাফিজুর রহমান মস্তাক, আওয়ামীলীগের দলীয় প্রার্থী(নৌকা)
মাহামুদুর নবী পান্না বিশ্বাস, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী(ধানের শীষ)
আলমগীর হোসেন,
জাতীয় পার্টির দলীয় প্রার্থী(নাঙ্গল)।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নাম ও প্রতিক
মোঃ আলমগীর সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান মেয়র(ক্যারামবোর্ড)
মোঃ নওরোজ কাউষার গাম্বী,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (চামুচ)
মোঃ ইস্তেকার আলম,
সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য(মোবাইল ফোন)
মোঃ রফিউল ইসলাম পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক(কম্পিউটার)
মোঃরোকনুল ইসলাম ডলার,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা (রেল ইঞ্জিন )
মোঃ আব্দুল খালেক, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক(জগ)
শ্রী সাধন কুমার বসাক,
পৌর আওয়ামী লীগের সদস্য (নারিকেল গাছ)
৮. মোঃ মোকলেসুর রহমান, পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক মেয়র(কাপড় ঝুলানো হ্যাংগার )
৯. মোঃ মোকাররম হোসাইন, গত নির্বাচনের আওয়ামী লীগের প্রতিদন্দী প্রাথী(স্ত্রী মেশিন)।
উল্লেখ্য যে সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে এবং আচরণবিধি মানতে নির্দেশনা প্রদান করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশন।