
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল উলজেলায় অসমাপ্ত তিন টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী বুধবার ২৭ জুলাই ২০২২ কে সামনে রেখে চলছে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীরা করছেন ভোটার ও দলীয় নেত্রীবৃন্দের সাথে বিভিন্ন সভা সমাবেশ।সেই ধারাবাহিকতায় ১৬ জুলাই শনিবার বিকাল ৫ টায় বলিদ্বাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা মার্কার বর্ধিত সভা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবু সুলতানের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভট্ট,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক,সধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এলবাট,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা,সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান বাকী,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল,সাবেক নন্দুয়ার ইউনিনের ভারপ্রাপ্ত সভাপতি দিগেন্দ্রনাথ, যুবলীগ নেতা শাহানেওয়াজ শানু সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মী গণ। এসময় বক্তরা বলেন,নন্দুয়ার ইউনিয়ন একটি আওয়ামী লীগের ঘাটি তাই আমরা গতবারের মতো এবার নৌকা কে হারাতে দিবো না,এর আগের নির্বাচনে আওয়ামী লীগের আর কোন বিদ্রোহী প্রার্থী নেই তাই আমারা এই সুযোগ আর হারাতে চাইনা।তাই যে যার মতো করে নিজের জায়গা থেকে নৌকার মার্কার ভোট প্রার্থনা চাইবো সাধারণ ভোটারদের কাছে তাহলে ইনশাআল্লাহ আমাদের জয় হবেই।