Subscribe our Channel

রাণীশংকৈলে ১৮৯ বোতল ফেন্সিডিলসহমাদকব্যবসায়ী গ্রেফতার

হুমায়ুনকবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে গত ২৬ আগস্ট বুধবাররাতে ১৮৯ বোতল ফেন্সিডিল সহ ওমরফারুক (২৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতারকরেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ওমর ফারুক বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে ।

থানাসুত্রমতে- ওমরফারুক একটি নীলরঙের প্লাস্টিকের বড়জার্কিনের তলা কেটে ধানের তুষ ভরে তার মধ্যে ঐ ফেন্সিডিলের বোতল ঢুকিয়ে অভিনব কায়দায় ঢাকায় পাঠাচ্ছিল। গোপনসংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুললতিফ শেখের নেতৃত্বে পুলিশদল নেকমরদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালিপ্রসাদ রায়ের স্যালোমেশিন পার্সের দোকানের সামনে পাকারাস্তা থেকে ঐ ফেন্সিডিল সহ ওমরফারুককে গ্রেফতারকরে থানায় নিয়েআসে।

এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে ফারুকের বিরুদ্ধে একটি মামলা রুজুকরা হয়।

থানারওসি (তদন্ত) আব্দুললতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *