
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : ঢাকার বর ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন সড়ক দূর্ঘটনায় বৃহস্পতিবার (৬ আক্টোবর) ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের পুত্র নিয়াজুল ইসলাম বর হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাচ্ছিল।
পথিমধ্যে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন গরুর সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায় এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রইল গ্রামের সফিবুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়।
আরেক বরযাত্রী ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ একবৃদ্ধ আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। বরের বাড়ি যেহেতু ঢাকায় সেহেতু এব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।