Subscribe our Channel

যোগ্য কন্যা সন্তান সমাজের বোঝা নয় আশীর্বাদ : এ্যাডঃ জুলফিকার হোসেন

জয়ন্ত রায়, বোচাগঞ্জ  (দিনাজপুর) প্রতিনিধিঃ

বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছেন, বিশ্বায়নের উন্নয়নে নারী পুরুষ সমান ভাবে কাজ করে যাচ্ছে। দেশ স্বাধীনের আগে এবং পরে দেশের কল্যাণে যে সব আন্দোলন সংগ্রাম হয়েছে সেই সব আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরা সমান ভাবে অংশ নিয়েছে।
উপজেলা চেয়ারম্যান আরো বলেন, দেশের উন্নয়নে নারীদের ভুমিকা কম নয়। নারীদের প্রতি আমাদের দৃষ্টি বদলাতে হবে। নারীদেরকে নিজের মা, বোন এবং কন্যার দৃষ্টিতে দেখতে হবে। কন্যা শিশুকে পুত্র সন্তানের মত সমান ভাবে আদর যতœ দিয়ে যোগ্য কন্যা সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যোগ্য কন্যা সন্তান সমাজের বোঝা নয় আশীর্বাদ।
 আজ ৩০ সেপ্টেম্ব বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে সভায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পিয়ারুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোছাঃ তাজরিন শশি। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আমরা সবাই স্বোচ্চার, বিশ্ব হবে সমতার। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী নারী সংগঠন সমুহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *