খেলাধুলা প্রতিবেদক : এই মৌসুম শুরু হওয়ার আগেই ক্লাবটি ছাড়াতে চেয়েছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি। তাইতো বার্সেলোনার সাথে আইনের লড়াইটি চলতে থাকায় ২০২০-২০২১ ইং মৌসুম হতেই যাওয়াতেই রাজি হলেন । এ সময়ে সরাসরি জানালেন এর পরের মৌসুমটিতে অন্য কোনো ক্লাবে যাবেন তিনি ।
তবে মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদটি শেষ হবে আগামী জুনে ।
তবে চাইলেই মেসিকে বার্সেলোনাকে রাখা সম্ভব- এমনটাই মনে করেন ক্লাবটির স্প্যানিশ ডিফেন্ডার সার্জি রবার্তো। তা কীভাবে সম্ভব? সে উপায়ও বলে দিয়েছেন রবার্তো। তার মতে, বার্সেলোনা যদি এবারের মৌসুমে বেশি বেশি শিরোপা জিততে পারে, তাহলে হয়তো ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আবারও ভাববেন মেসি।
দেশটির স্প্যানিশ সংবাদের মাধ্যমে রবার্তো জানালেন, ‘মেসি আর মাএ ১ বছর বার্সেলোনাতে থাকবেন । সুতরাং যদি আমরা ভালো খেলি এমনকি শিরোপাটি জিতিতে পারি, সে হয়তে নিজের সিদ্ধান্ত বদলাতে পারে ।
সুতরাং রবার্তো আশা করেন, এমনই ভাবে ভালো দিনটি কাটাবে বার্সেলোনা । এতে শিরোপাটি জিততে পারেন তারা। রবার্তো জানালেন ‘আমি আশা করছি, যতই দিনই যাবে বার্সেলোনাতে অনেক ভালো থাকবেন এমনকি শিরোপা জয়ের জন্য মেসির সকল সহযোগিতা আমরা পাবো। তাইতো এসময় আমাদের সকলের দায়িত্ব তাকে ভালো একটা পরিবেশ তৈরী করে দেয়া ।