
খেলাধুলা প্রতিবেদক :
গতকাল রাতে ২০ অক্টোবর উয়েফার সেই চ্যাম্পিয়নস লিগের নতুন আসরে উড়ন্ত সূচনা করলেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। উক্ত ম্যাচে একটি করে গোল-এসিস্টের পাশাপাশি দুর্দান্ত খেলেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
৩ টি ম্যাচের পরে গোলের দেখা পাওয়া সেই মেসির এমন পারফরম্যান্সে অনেক খুশি বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। তিনি আরো পরিষ্কার ভাবে জানালেন, এভাবে খেলতে থাকলে মেসির প্রতি তার আর কোনো অভিযোগ থাকবে না এমনকি দলটি অনেকসুনাম অর্জন করবে ।