Subscribe our Channel

মরহুম সাহারা খাতুন মায়ের পাশে থেকেই নিঃস্বার্থভাবে কাজ করতেন :সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক :  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন  বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র  এমনকি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম সাহারা খাতুনকে দেখেছিলাম তিনি আমার মায়ের সাথে থেকেই অক্লান্ত পরিশ্রমে এমনকি নিঃস্বার্থ ভাবেই কাজ করে যেতেন ।

সোহেল তাজ তার নিজস্ব ফেসবুক  থেকেই গত শুক্রবার ২৪/০৭/২০২০ ইং  রাতে  একটি স্ট্যাটাসে  বলেন।

তার লেখা ১৯৭৫ ইং সালে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করার পর আমার  মা  সৈয়দা জোহরা তাজউদ্দীন যখন আওয়ামী লীগের হাল ধরলেন  এমনকি বাংলাদেশের ১ প্রান্ত থেকে  অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছিলেন  বাংলাদেশের সকল  মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। ঠিক  তখনই আমি মরহুম সাহারা খালাম্মাকে দেখেছি আমার মায়ের সাধে থেকেই অক্লান্ত ভাবে নিঃস্বার্থভাবেই কাজ করে যেতেন ।

 

তিনি আরো বলেলেন-   যখন আমি  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতাম,   মরহুম সাহারা খালাম্মাকে  আমাকে তখনও সবসময় মায়ের মমতা  এমনকি স্নেহ দিয়েই আগলে রাখতেন। আমি আমার সাহারা খালাম্মাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি । মহান আল্লাহ যেন পরকালে বেহেস্ত  দেয় ।  ।

গত ৯ জুলাই রাতেই থাইল্যান্ড বামরুনগ্রাদ হাসপাতালে  তিনি  চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু বরন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।  তাকে  ১১ জুলাই রাজধানীর তেজকুনি পাড়াতে  এবং বনানী ২ দফা জানাজা শেষে  তার মায়ের কবরেই দাফন সম্পন্ন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *