
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১১টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে শারীরিক দুরত্ব বজায় রেখে সিডিপির ড্রীম স্কুল শিক্ষকদের অংশ গ্রহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ রায়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম। এছাড়াও সিডিপির এ্যাসিস্টেন্ট ম্যাজোর (প্রোগ্রাম) মোঃ কামাল উদ্দীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন । এসময় বোচাগঞ্জ সিডিপির অন্যান্য স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিরক্যাপশনঃ আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১১টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ রায়। ছবি-প্রতিনিধি