
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি: গুডনইেবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে স্বেচ্ছাসেবীদের মাঝে উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত গুডনইেবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস সম্মেলন কক্ষে ৩২ জন স্বেচ্ছাসেবকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান পূর্বক এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে বীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.রাজিউর রহমান। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর সিদ্দিক ও ডাবরা দিনেশ্বরী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সোহোরাব হোসেন। উক্ত ট্রেনিংয়ে ইংরেজি গ্রামার, সিভি রাইটিং ও ক্যারিয়ার ডেভেল পমেন্ট এর উপর বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয় ।