
মোঃ তোফাজ্জল হোসেন, নিজস্ব প্রতিনিধি॥-দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ ব্রাক্ষণ সংসদের উপজেলা শাখার সাংগঠনিক সভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা শাখার আয়োজনে মাখন লাল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাক্ষণ সংসদের দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মৃত্যুঞ্জয় কুমার ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাক্ষণ সংসদের দিনাজপুর জেলা শাখার সদস্য সনৎ চক্রবর্তী লিটু, দিনাজপুর রাজ দেবোত্তর ষ্টেট পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ কাহারোল উপজেলা শাখার আহ্বায়ক মুনি চক্রবর্তী। সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কার্তিক ব্যানার্জী।