
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥– দিনাজপুরের বীরগঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি এর আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বীরগঞ্জ সিডিপির অফিস প্রাঙ্গনে এই দিবস উদযাপন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধানপূর্বক আয়োজন করা হয়। বীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জাকিরুল ইসলাম। এ সময় সিডিপির মেডিকেল অফিসার, হেলথ্ অফিসার, অন্যান্য অফিস স্টাফ সহ ১৩০জন শিশু, অভিভাবক, স্বেচ্ছাসেবক, ও অফিস স্টাফ উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামের মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব ও তাৎপর্য সর্ম্পকে ব্যাপকভাবে আলোচনা করা হয় এবং হাত ধোয়ার নিয়ম সম্পর্কে বিশেষভাবে জানানো হয়। সেই সাথে কোভিড-১৯ এর এই পরিস্থিতিতে আমরা যেন সকল স্বাস্থ্যবিধি মেনে চলি তা উপস্থিত সকলকে বুঝানো সহ সকলের মাঝে হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্য বিধিমানার অভ্যাস গড়ে তোলার জন্য একটি করে সাবান ও মাস্ক প্রদান করা হয় ।