
নিজস্ব প্রতিবেদক, মো.তোফাজ্জল হোসেন বীরগঞ্জ(দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে ডিস লাইনের রক্ষনাবেক্ষনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কেবল টিভি নেটওয়ার্কের এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে উপজেলার সাতোর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব ডাকেশ্বরী গ্রামে ডিস লাইনের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মরিচা ইউনিয়নের বার আউলীয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে পারভেজ (২০) এর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত পারভেজ ১১নং মরিচা ইউনিয়নের খোলাকুঠি বাজারের ক্যাবল অপারেটর ব্যবসায়ী রইশ্যার কাজ করতেন। এ ঘটনার পর বীরগঞ্জ থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।