
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় বীরগঞ্জ সিডিপির অফিস প্রাঙ্গনে ও বিভিন্ন স্থানে তিনদিন ব্যাপী করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন যথাযত সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধানপূর্বক এই সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইনে অতিথি হিসেবে পরামর্শক মূলক বক্তব্য রাখেন পীরগঞ্জ ডায়বেটিস্ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অপু রায় ও বীরগঞ্জ উপজেলা সাব এ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মি: রাজেশ কুমার রায়।
এ সময় বীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, সিডিপির মেডিকেল অফিসার সুষ্মীতা সরকার, হেলথ্ অফিসার মো. মোতাসিম বিল্লাহ ও অন্যান্য অফিস স্টাফ উপস্থিত ছিলেন। উক্ত তিনদিন ব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনে ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২০০ জন শিশু, মায়েরা, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও অফিস স্টাফ অংশগ্রহন করেন। অতিথিদের, সিডিপি মেডিকেল অফিসার এর মাধ্যমে সকল উপস্থিত ব্যক্তিদের করোনা কালিন সময়ে যাতে সবাই স্বাস্থবিধি মেনে চলে সে বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। যেমন হাত ধোয়ার বিষয়, মাস্ক ব্যবহারের গুরুত্ব, পুষ্টিকর ও ভিটামিন সি যুক্ত খাবার বেশি গ্রহন, অসুস্থ হলে ডাক্তারের সরনাপন্ন হওয়া ও পরামর্শ নেওয়া ইত্যাদি বিষয় সম্পর্কে বিশেষভাবে জানানো হয়। তাছাড়া সর্বপুরি আমরা যেন কোভিড-১৯ এর এই পরিস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি মেনে চলি তা উপস্থিত সকলকে বুঝানো হয়।