
আন্তর্জাতিক ডেক্স : দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তান কুন্দুজ প্রদেশে ১ টি তালেবান ঘাঁটিতে বিমান হামলা করায় ১২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারালেন। এমনকি সেখানে আরো আহত হয় ১০ জন। গতকাল সেই ঘাঁটিতে সরকারি বাহিনীর জোড়া হামলাতে েই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানালেন এক আফগানি সরকারি কর্মকর্তা। সুতরাং একাধিক ভাবে বিভিন্ন ধরনের তথ্য দেয়াতে আসল অঅহত এবং নিহতের বিষয়টি নিয়ে কিছুটা হলেওবিতর্ক সৃষ্ট্রি হয়েছে ।তবে আফগানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাদের দাবি , বিমান হামলাতে সর্বনিম্ন ৪০ জন তালেবান যোদ্ধা নিহত । এমনকি এসময় কোনও বেসামারিক নাগরিক হতাহত হয়েছেন কি না তা নিশ্চিতকরে বলতে পারছে না কর্তৃপক্ষ। তারা আরো জানালেন , ২পক্ষের মাঝে চলমান শান্তির আলোচনার মাধ্যমে তালেবান ঘাঁটিতে হামলার ঘটনাটির তদন্ত শুরু হয় ।তবে দুই দশক ধরেই চলমান এই যুদ্ধ বন্ধের জন্য গত সপ্তাহে কাতারের রাজধানীর দোহাতে একটি শান্তি আলোচনাতে বসলেন দেশটি আফগান সরকারিএবং তালেবানদের প্রতিনিধিরাও। ২০২১ ইং সালের মে মাসের মধ্যেই আফগানিস্তান হতে সকল সেনা প্রত্যাহারের বিষয়ে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের মধ্যে হওয়া এক চুক্তির সূত্র ধরে শুরু হয়েছে এবারের ঐতিহাসিক এক আলোচনা পর্ব।
সূত্র: রয়টার্স