
শিল্প ও সাহিত্য : ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জে শাগুনি নামক স্থানে প্রায় সময় তাদে আনন্দের উল্লাসে কেন জানি সেই ছোট্রবেলার সময়টি মনে পড়ে যায় । বিজ্ঞান আজ মানুষের দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে ।সেটি প্রভাব পরেছে মানুষের দৈনন্দিন জীবনে । মানুষ আজ বিজ্ঞানের ফলে জাল কিভাবে বুনতে হয় সেটিতে কি পরিমান লোহার গুটি দিলে মাছ আটকে যাবে এবং সেটি কিভাবে তৈরিতে হবে সকল কলাকৌশল নিয়েই এই মাছ ধরার জাল বানানো হয় । শাগুনিতে খুব কৌশল করে আনন্দের সাথে গ্রুপ বেঁধে মাছ ধরা হচ্ছে ।