
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ১৪ সংসদীয় আসেনর উপ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টর সংগ্রামী ভাইস চেয়ারম্যান, জাতীয় মটর শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, ও জাতীয় সরক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন গভাঃ রেজিঃ নং ২৭২৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি গণমানুষের নয়নমনি গরীবের বন্ধু, জনাব মোস্তাকুর রহমান মোস্তাক ।
ঢাকা ১৪ আসনের জাতীয় পার্টি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, জাতীয় সংসদের বিরোধী দলিয় উপনেতা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদের এম পি মহদয় এর হাতে থেকে দলিয় মনোনয়ন পত্র সংগ্রহ করে, ফরম পূরণ করে বনানী চেয়ারম্যান কার্যালয়ে জমা দেন, কেন্দ্র যদি জনাব মোস্তাকুর রহমান মোস্তাক কে লাঙ্গল প্রতীকের মনোনয়ন দেন, তবেই এলাকার উন্নয়ন হবে এবং জাতীয় পার্টি শক্তি শালী হবে, এবং আল্লাহর রহমতে জাতীয় পার্টির জয় হবে ।