Subscribe our Channel

করোনা চিকিৎসায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন দিলেন মির্জা ফখরুল

 

আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে করোনার প্রকোপ বৃদ্ধিতে জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । জেলায় করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে ২ টি সয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী “অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন” ঠাকুরগাঁও সদর হাসপাতালকে প্রদান করেছেন।

 

 

 

রোববার দুপুরে মির্জা ফখরুলের পক্ষ থেকে ফখরুলের ছোটো ভাই বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

 

 

 

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট জিপি সাহা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম চয়ন, প্রেসক্লাব সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মচারীবৃন্দ।

দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল জানান,মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরী অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *