
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥– দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মেয়র মোশারফ হোসেন বাবুল ও বীরগঞ্জ পৌর পরিষদকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ প্রেসক্লাবের ক্যাম্পাসে স্বাস্থ্য বিধি মেনে বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সচিব হানিফ সরদার, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর সংরক্ষিত ২নং ওয়ার্ড মোছা: নার্গিস বেগম, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সামিনা ইয়াসমিন সাবিনা, সাধারন কাউন্সিলর ১নং ওয়ার্ড আব্দুল বারিক, ২নং ওয়ার্ড আশরাফুল আলম ফুলি, ৩নং ওয়ার্ড আব্দুল আহাদ, ৪নং ওয়ার্ড মুক্তার হোসেন, ৬নং ওয়ার্ড হুমায়ুন কবীর,৭নং ওয়ার্ড বনমালী রায়, ৮নং ওয়ার্ড আব্দুল্লাহ আল হাবীব, ৯নং ওয়ার্ডের তাইজ উদ্দিন।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবেদ আলী, সিনিয়র সহ সভাপতি ছকিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ দশরথ রায় বাবুল, সাহিত্য পাঠাগার ও ক্রীড়া সম্পাদক রেজা মো. তৌফিক, সাংবাদিক রতন ঘোষ পিযুষ ও বিকাশ ঘোষ। এসময় সংবাদিক মো.তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, রনজিৎ সরকার রাজ সহ সাংবাদিকদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানের আগে পবিত্র কুরআন পাঠ করেন সাংবাদিক মমিনুল ইসলাম শাহীন ও গীতা পাঠ করেন সাংবাদিক কার্তিক ব্যনার্জি।