Subscribe our Channel

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে বৃক্ষ রোপন অভিযান

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি,র উদ্দ্যেগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে উপকারভোগী উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রেখে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। এসময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা আনসার বাহিনীর কোম্পানী কমান্ডার মোঃ আকতার হোসেন, সহকারী কোম্পানী কমান্ডার, ইউনিয়ন পর্যায়ের আনসার ও ভিডিপি কমান্ডার সহ আনসার ও ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীবৃন্দ। উদ্বোধনী দিনে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের শতাধীক চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *