
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের উপনির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দায়ের কোপে গুরুতর আহত সংবাদকর্মীর মামলায় তৃতীয় নাম্বার আসামী নয়ন মুন্সিকে আটক করেছে এস,আই সাইফুল ইসলাম। এয়ারপোর্ট থানায় গত ৭ই অক্টোবর রাতে ২টি মামলা দায়ের করা হলে সেই মামলায় পুলিশ নয়ন মুন্সিকে আটক করেন।
এঘটনায় অভিযোগের শামীম সিকদার বাদী হয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর ১২ অক্টোবর বরিশাল মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন অন্যান্য আসামীরা। এদিকে দু’মাস পড়ে নয়ন মুন্সিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এরপর আদালতে জামিন চাইলে আদালতের বিচারক, নয়ন মুন্সির জামিন আবেদন বাতিল করেন।
এবং ১নং আসামী রাব্বি পলাতক রয়েছে বলে জানান পুলিশ। অন্যান্য আসামীরা জামিনে বের হয়েই বাদী পক্ষকে হুমকি ধামকি দিচ্ছে বলে জানান মামলার বাদী। তিনি আরো জানান, আমরা নিরাপত্তাহীনতায় আছি। তারা প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ গত ৭ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের উপনির্বাচন কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় সংবাদকর্মীসহ আহত ৫।
নির্বাচনের ফলাফল ঘোষণার পড়ে কিছু মুহূর্তে কাশিপুর প্রশিকা অফিসের সামনে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করতে গেলে পরাজিত প্রার্থী মামুন মেম্বারের ছেলে সৈয়দ রাব্বি বাহিনীর হামলায় গুরুতর আহত হয় তিন সংবাদকর্মী।
ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত হামলার ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী শাকিলের বড় ভাই মোঃ শামীম সিকদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় ১৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহার জি আর মামলার নং ২৪১/৪২ তারিখঃ ০৭/১০/২০২১।
মামলার আসামিরা হলেন সৈয়দ রাব্বি, সৈয়দ গোলাম কবির মামুন, নয়ন মুন্সি, মাসুদ, মাসুদ রাঢ়ি, শহীদ ঢালি আবুল কালাম,তারেক মৃধা, সোহান শিকদার,সৈয়দ রামিম,সৈয়দ রাফি, বাদশা, মিজান রাঢ়ি, স্বাধীন, অরুণ, সাব্বির, সাগর মাঝী, সুমন, সামিদ ও অজ্ঞাত আরো ১০/১২ জন।